অফিসাররা টাকা খাবে, আমি বদনাম কেন নেব? তুলোধনা করলেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার বিকেলে নবান্নের বৈঠকে যেন ঘূর্ণিঝড় বয়ে গেল! মন্ত্রী, সচিব, আমলা, পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে এক শ্রেণির অফিসারের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে, একে তুলোধনা বললেও কম বলা হয়।

শহর কলকাতা ও সংলগ্ন শহরতলিতে বেআইনি জবরদখল নিয়ে কথা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এ প্রসঙ্গেই তিনি পূর্ত দফতরের এক শ্রেণির অফিসারের কথা তোলেন। সেই সঙ্গে বলেন, ওদের তো কোনও দায়িত্ব নেই। শুধু টাকা খাওয়া কাজ। নবান্নের ওই সূত্রেই খবর, মুখ্যমন্ত্রী এর পরই বলেন, আমি ওই সব টাকা নিই না। নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন। আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএম-দের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। এর দায় কার?

জানা গিয়েছে, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিএলআরও-দের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিএলআরও-দের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। এ ব্যাপারে তিনি সাফ বলেন, ওঁদের বলুন, চাকরি থেকে ছাঁটাই করে দেব। ওঁদের লিভ দিয়ে দিন। কারণ ওঁদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো মাইনে দিচ্ছে। তার পরও চাই, চাই আর চাই।