📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্ব যোগ দিবসে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ যোগ করেন তিনি। এরসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
যোগ দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শরীর ও সমাজের জন্য যোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগ যখন শরীরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে যায় তখন তা সহযাত ক্রিয়া তৈরি করে। এবং সবসময় তার সুফল পাওয়া যায়।”প্রধানমন্ত্রীর দাবি, বিগত ১০ বছর ধরে সাধারণ মানুষের মনে যোগাসন নিয়ে যে ধারণা ছিল তা বদলে গিয়েছে। বর্তমানে এর মাধ্যমে নতুন অর্থনীতিরও জন্ম হচ্ছে। যোগাসন কে কেন্দ্র করে পর্যটনস্থলও তৈরি হচ্ছে। হৃষিকেশ, কাশী, কেরলে একাধিক এই ধরনের পর্যটনস্থল গড়ে উঠেছে বলে দাবি তাঁর। চলতি বছরে যোগ দিবসের মূল বিষয় ছিল নিজের ও সমাজের জন্য যোগাসন। কেন্দ্রের একাধিক মন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।