📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচন শেষ হয়েছে, এবার সময় এসেছে প্রতিশ্রুতি পূরণের | ওড়িশার নব নির্বাচিত বিজেপি সরকার শপথ নেওয়ার পরেই কথা মতো, পুরীর চার দ্বার খুলে দিয়েছে| রথযাত্রার পর খুলে দেওয়া হবে পুরীর রত্নভাণ্ডারের দরজাও | বুধবার একথা নিশ্চিত করেছে এএসআইয়ের (ASI) পুরী সার্কেলের এক শীর্ষ আধিকারিক।
রথযাত্রার পরই রত্নভাণ্ডার পর্যবেক্ষণ করা হবে। পুরীতে রথযাত্রা পালনের পরের দিনেই কোর কমিটি এবং টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে খুলে দেওয়া হবে রত্নভাণ্ডার | মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে, সেগুলিই রত্নভাণ্ডার বলে পরিচিত | ১৯৭৮ সালের পর প্রায় সাড়ে চার দশক পর আবার খুলছে রত্নভাণ্ডার |