সিপিএম-তৃণমূলের সেটিং! তার জেরেই বাংলায় বিজেপির ভরাডুবি? কী বললেন শুভেন্দু অধিকারী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৪ এর লোকসভা ভোটে বাংলা থেকে অন্তত ৩০টি আসনে জয়ের স্বপ্ন দেখেছিল পদ্মশিবির। অধিকাংশ এক্সিট পোলের সমীক্ষাতেও একই আভাস দেওয়া হয়েছিল। তবে ৪ জুন ফল প্রকাশ হতে দেখা যায়, হিসেব উল্টে গেছে। গতবারের চেয়েও ৭টি বেশি আসনে জয়ী হয়ে তৃণমূল পৌঁছেছে ২৯ এ, আর ৬টি আসন খুইয়ে বিজেপির সাংসদ সংখ্যা ১২!বিপর্যয়ের পরই দলের একাংশের বিরুদ্ধে ‘কাঠিবাজি’র অভিযোগে সরব হয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সরব হয়েছিলেন দিলীপ। এবার বিপর্যয় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি। ওই কর্মসূচিতে যোগ দিয়ে লোকসভায় বিজেপির বিপর্যয় সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দুর দাবি, অন্তত ১২টি আসনে ভোট কেটে তৃণমূলের জয়ের পথ সহজ করে দিয়েছে সিপিএম। উদাহরণ হিসেবে যাদবপুর, হাওড়া, দমদম লোকসভা কেন্দ্রের প্রসঙ্গ টেনে শুভেন্দু বোঝাতে চেয়েছেন, অঙ্ক কষেই বাংলায় লোকসভা ভোটে তৃণমূলের সুবিধে করে দিয়েছে সিপিএম।

প্রসঙ্গত, ভোট প্রচারেও শুভেন্দু একাধিকবার অভিযোগ করেছেন, “আগে যারা ছিল, সিপিএমের হার্মাদ, তারাই এখন তোলামূলের নেতা।” এদিন সেই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, “এটা পিন্ডি জোটের (ইন্ডি অ্যালায়েন্স) কৌশল। সিপিএমের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে।” এ ব্যাপারে সিপিএমের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষের মতো প্রবীণ নেতারাও ব্যর্থতার জন্য দলের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন। সেখানে নিজের ব্যর্থতা ঢাকতে শুভেন্দু এসব পাগলের প্রলাপ বকছে।”

error: Content is protected !!