📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সরকারি জমি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর তোপের মুখে রাজ্যের পুলিশ ও আমলারা। নবান্নে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ সরকারি জমি কোনও ভাবেই বেহাত চলবে না। কেন সরকারি জমি বেহাত হচ্ছে এদিনের বৈঠকে ভূমি রাজস্ব দফতরের কাছে সেই প্রশ্ন করেন মমতা। এই ব্যাপারে পুলিশে কি ভূমিকা, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ? এর পাশাপাশি, বিদ্যুৎ এবং পুর দফতরের কাজ নিয়েও নাকি ওই বৈঠকে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি নবান্নে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে বিনিয়োগের জন্য অনুরোধ করেছিলেন। ওই বৈঠকে তিনি দাবি করেছিলেন জমি কোনও অন্তরায় হবে না। কিন্তু নবান্নে সূত্রে দাবি করা হয়েছে, একাধিক জেলা থেকে জমি নিয়ে অভিযোগ এসেছিল মুখ্যমন্ত্রীর কাছে। সরকারের একটি অংশের দাবি, তা নিয়ে পর্যালোচনা করতেই এদিন বৈঠকে বসেছিলেন তিনি। যদিও এদিনের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া দেননি। এমনকী, বৈঠকে হাজির বাকিদের মুখেও কুলুপ।
তবে নবান্ন থেকে দাবি করা হয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মূল আলোচ্য বিষয় ছিল কোনও ভাবেই আর সরকারি জমি বেহাত হওয়া যাবে না। আর সেই কারণে পুলিশ এবং ভূমি রাজস্ব কর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।