📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপেক্ষার অবসান। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার দুপুর গড়াতেই কালো করে কলকাতা-সংলগ্ন একাধিক জেলার আকাশ। এরপরেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ছিলই। তবে দুপুর গড়াইতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। পূর্বাভাস অনুযায়ী, বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। প্রবল বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়েও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেমাল ঘূর্ণিঝড়ের পর থেকে সেভাবে আর ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে।