📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় দলের কোচের পদের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের হেড কোচ হিসেবে এগিয়ে আছেন গৌতম গম্ভীর। প্রথম রাউন্ডের পর ইন্টারভিউতে বেশ কিছু কঠিন প্রশ্ন করে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি। কী কী প্রশ্ন করা হয় তাঁকে!
রেভস্পোর্টসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দলের কোচিং স্টাফ নিয়ে তিনি কী জানেন! প্রশ্ন করেন বোর্ড কর্তারা। অনেক ক্রিকেটারেরই বয়স হয়েছে। কীভাবে ওই পরিস্থিতি সামলাবেন! প্রশ্ন করা হয় কলকাতা নাইট রাইডার্সের কোচকে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং বিভাগে আলাদা অধিনায়ক নিয়ে কী ভাবেন গম্ভীর! আইসিসি ট্রফি নিয়ে ব্যর্থতা, তা নিয়েও ধারণা কী! তবে এই প্রশ্নগুলি নিয়ে কী উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর! তা যদিও জানা যায়নি।