চারুচন্দ্র কলেজের উদ্যোগে রক্তদান শিবির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রত্যেক বছর গরম কালে রাজ্য জুড়ে রক্তের সঙ্কট দেখা যায়। সাধারণ মানুষ নিজের আত্মীয় পরিজনের প্রয়োজনে ব্লাড ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট গ্রুপের রক্ত পান না। স্বাভাবিক ভাবেই তাঁদের সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো চারুচন্দ্র কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার ( ১৯ জুন ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত হল রক্তদান শিবির ।

মূলত মানুষের স্বার্থে কলেজের NSS ভলান্টিয়ার, ছাত্র সংসদ- এর সঙ্গে যুক্ত ছাত্র – ছাত্রীরা রক্ত দিলেন। এই মহান উদ্যোগে সামিল হয়েছিলেন সাধারণ ছাত্র – ছাত্রীরাও। তাঁরাও রক্ত দিলেন। এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব অফ ক্যালকাটা প্রেসিডেন্সি 3291, সি কে বিড়লা হাসপাতাল এবং বি এম বিড়লা হার্ট হাসপাতাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা রোটারী ক্লাবের সভাপতি সঙ্গীতা জৈন ,৮৭ নং. ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মনীষা বোস , চারুচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা শ্রীমতী অনুরাধা ঘোষ মহাশয়া ও কলেজের জাতীয় সেবা প্রকল্প বিভাগের প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা নূপুর রায় সহ বিশিষ্ট জনেরা।