📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবগারি মামলায় জামিন তো পেলেন না, উল্টে অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বেড়ে গেল আবার। দিল্লির আদালতে ইডি দাবি করে, তাঁর বিরুদ্ধে ১০০ কোটি ঘুষ চাওয়ার প্রমাণ রয়েছে। এই দাবি শোনার পরই রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন নাকচ করে দেয়। আগামী ৩ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে।
লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার হলেও ভোটের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ১ জুন সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ফের জেলে গেছিলেন। সেই হেফাজতের মেয়াদ বুধবারই শেষ হওয়ার কথা ছিল। তবে এখনই জামিন পেলেন না তিনি। ইডি আদালতে দাবি করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী যে আবগারি ইস্যুতে ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন তা সিবিআই তদন্তে উঠে এসেছে। এমনকী সেই অর্থ কেজরিওয়াল যে দলের জন্য খরচ করবেন সেই তথ্যও হাতে আছে তাঁদের।