📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কোকিল কন্ঠীর বয়স এখন ৯০ । খুব বেছে কাজ করেন। তাতে কি হয়েছে? এবার বাংলায় আশা ভোঁসলের অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ দিন পর আবার বাংলা গান রেকর্ড করলেন তিনি । এই অসাধ্যসাধনের নেপথ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী। বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন । তার পর আবার তিনি বাংলা গান গাইলেন। এ বারে তিনি ছবির গান গেয়েছেন।
চমক আরও রয়েছে। ছবির জন্য মোট তিনটি গান গেয়েছেন আশা। তার মধ্যে একটি তাঁর একক। অন্য দু’টি গানে আশার সঙ্গে ডুয়েট গেয়েছেন সোনু নিগম। তিনটি গানেরই গীতিকার মনোজিৎ। চলতি মাসেই মুম্বইয়ে পঞ্চম স্টুডিয়োয় গানগুলি রেকর্ড করার কাজ শেষ হয়েছে। সঙ্গীত পরিচালক অজয় দাসের সহকারী হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন মনোজিৎ। কোন ছবিতে এই গান ব্যবহার করা হবে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, ছবিতে গানের সঙ্গেই এক বিশেষ মুহূর্তে আশাকে পর্দায় দেখবেন দর্শক।