৮০০ বছর পর প্রাণ ফিরে পেল নালন্দা ইউনিভার্সিটি! নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাচীনকালে সমগ্র বিশ্বে শিক্ষার অন্যতম একটি প্রধান কেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় । প্রায় ৮০০ বছর পরে এই ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় ফের প্রাণ ফিরে পেল। ১৭ টি দেশের সহযোগিতায়, ভারত সরকার রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস তৈরি করেছে। যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার উদ্বোধন করলেন। সেই সময়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং ১৭ টি দেশের রাষ্ট্রদূত ও আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসটি বিভিন্ন দিক থেকে অনন্য হয়ে উঠেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে ঐতিহ্যকে বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

এদিকে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত দেশগুলিকে ধন্যবাদ জানান যেগুলি এই ক্যাম্পাস নির্মাণের সহযোগিতা করেছে। তিনি তাঁর বক্তৃতায় বলেন, নালন্দা শুধু ভারতের নবজাগরণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু দেশের ঐতিহ্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনে অংশীদার দেশগুলিও অংশ নিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৭ সালে অনুষ্ঠিত পূর্ব এশিয়া সম্মেলনের সময়, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে, ভারতের তৎকালীন ইউপিএ সরকার ২০১০ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় আইন পাস করে। ২০১৪ সালে কেন্দ্রে NDA সরকার গঠনের পর, তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় ৯ বছর পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অর্থাৎ ১৯ জুন, ২০২৪-এ এই ক্যাম্পাসের উদ্বোধন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *