📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইঙ্গিতই সত্যি হল। কোচবিহারে গিয়ে রাজবংশী নেতা ও বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে মদন মোহন মন্দিরে পুজো দিয়েই বিজেপি সাংসদের বাড়িতে যান মমতা। তাঁকে রাজবংশী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অনন্ত। হাতে তুলে দেন রাজবংশী ঐতিহ্যবাহী গুয়াপান। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, এবার তৃণমূলের কোচবিহার জয়ে বিশেষ ভূমিকা ছিল রাজবংশী ভোটের।
উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখার পর সোমবার রাতেই কোচবিহারে যান মুখ্যমন্ত্রী। এদিন সকালে পুজো দেন মদন মোহনের মন্দিরে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী কনভয় যায় অনন্ত মহারাজের বাড়িতে। মুখ্যমন্ত্রীর আসার খবরে বাইরে এসে তাঁকে স্বাগত জানান বিজেপি সাংসদ। উল্লেখ, সোমবারের রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই কথা বলেছিলেন অনন্ত। তারপরের দিনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। ২০২২ সালের পর ফের এদিন রাজবংশী এই নেতার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এর মাঝে অনন্তকে দেখা গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে।