📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৮০ লক্ষ টাকার বিনিময়ে বাগদা বিধানসভার উপ নির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করলেন বাগদার স্থানীয় বিজেপির নেতা, কর্মীরা। অবিলম্বে প্রার্থী প্রত্যাহার না করা হলে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশের আগেই বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া শিকদার, যুবমোর্চার নেতা সঞ্জয় মল্লিক, বাগদা ৩ নম্বর মণ্ডলের সম্পাদক গোবিন্দ মজুদাররা জানিয়েছিলেন, এবারে বহিরাগত প্রার্থীকে তাঁরা সমর্থন করবেন না। প্রশ্ন তুলেছিলেন, “বাগদায় কি বিজেপির যোগ্য নেতা নেই?”তবে শেষ পর্যন্ত এবারেও বাগদার স্থানীয় কাউকে প্রার্থী করেনি বিজেপি। সোমবারই এর প্রতিবাদে দলকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন স্থানীয় নেতা, কর্মীরা। তবে দল এখনও প্রার্থী বদল না করায় প্রতিবাদে এদিন দলের বাগদা দুই নম্বর মণ্ডলের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সমীর কুমার বিশ্বাস। তাঁর অভিযোগ, “৮০ লক্ষ টাকার বিনিময়ে উপ নির্বাচনে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।”একই বক্তব্য দলের স্থানীয় অন্য নেতা ও কর্মীদের।
দলের সিদ্ধান্তের প্রতিবাদে এদিন বাগদা হাইস্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনার সভা করা হয়। সেখানে বিজেপির স্থানীয় নেতা, কর্মীরা সাফ জানান, বহিরাগত প্রার্থী বদল করে বাগদার ভূমিপুত্র কাউকে প্রার্থী না করা হলে তাঁরা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁর হয়ে ভোটের প্রচারে নামবেন। প্রার্থী সম্পর্কে স্থানীয় নেতৃত্বর আনা অভিযোগ সম্পর্কে অবশ্য জেলা বা রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ১০ জুলাই উপ নির্বাচন। তার আগে প্রার্থী নিয়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে গেরুয়া শিবিরের অস্বস্তি যে বাড়ল তা বলাইবাহুল্য। সোমবার সন্ধেতেও বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় নেতা, কর্মীরা।