মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়ি গেলেন মমতা, তুঙ্গে জল্পনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে বিকেলেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে দেখা করেন। দুর্ঘটনাস্থল ঘুরে সড়কপথে রাতে তিনি পৌঁছে যান কোচবিহারে। মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কোচবিহারে একটি বৈঠকে যোগ দেওয়ারও কথা রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বেলা ১২টার খানিক আগে কোচবিহারের মদনমোদন মন্দিরে যান মমতা।নিয়ম মেনে পুজো দেন তিনি। এরপর সেখান থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ির দিকে রওনা দেন মমতা। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা করছিলেন ‘প্রাসাদ’-এর বাইরে। মমতাকে রাজবংশী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অনন্ত মহারাজ। এদিকে লোকসভার পর ঠিক কোন বৈঠক করতে কোচবিহারে এসেছেন মমতা তা নিয়ে সোমবার রাত থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। মমতার উল্লেখ করা ‘ছোট মিটিং’ নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। রাতেই কানাঘুষো শোনা যায়, অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। মঙ্গলবার সকালে অনন্ত মহারাজ নিজেই জানান, মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাঁর বাড়িতে। পুলিশ সুপারের মাধ্যমে এই খবর পেয়ে শুরু হয় প্রস্তুতি।

লোকসভা ভোটে উত্তরবঙ্গে ফুটেছে ‘ঘাসফুল’। নিশীথ অধিকারীকে হারিয়ে কোচবিহারে জিতেছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। কোচবিহারে নিশীথের সমর্থনে প্রচারে অনন্ত মহারাজকে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এনিয়ে অনন্ত মহারাজ বা তৃণমূল দু’তরফই মুখে কুলুপ এঁটেছে। ভোটের ফলপ্রকাশের কয়েক দিনের মধ্যে এই প্রথম কোচবিহারে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো।

error: Content is protected !!