ক্যারিবিয়ান সৈকতে বিচ ভলি, শেষ আটের লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে বিরাটরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: T20 বিশ্বকাপের সুপার এইটের পর্বে খেলতে ওয়েস্ট ইন্ডিজে টিম ইন্ডিয়া। ২০ জুন প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। রশিদ খান-গুরবাজদের দলকে সমীহ করলেও ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের সৈকতে বিরাট কোহলি, রিঙ্কু সিংদের বিচ ভলিবল খেলতে দেখা গেল।

ইতিমধ্যেই বার্বাডোজে চলে এসেছে টিম ইন্ডিয়া। টিম হোটেলের সামনেই সমুদ্র। রুপোলি বালি মেখে খালি গায়ে দেখা গেল বিরাট ও রিঙ্কু, হার্দিক, আর্শ্বদীপদের। তাঁদের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই।

এখনও পর্যন্ত T20 বিশ্বকাপে অপরাজিত টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। আফগানিস্তান ও বাংলাদেশের পর সুপার এইটে ভারতের তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

error: Content is protected !!