📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডিজিট্যাল ভারত। কিন্তু ভারতীয় রেল ? সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর এই প্রশ্নই তুললেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন ভোর থেকে ওই লাইনে অকেজো ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম।
আর তার জেরেই এক্সপ্রেস এবং মালগাড়ি দুটি ট্রেনের চালকের হাতেই ধরিয়ে দেওয়া হয়েছিল পেপার লাইন ক্লিয়ার টিকিট। যদিও, রেল বোর্ড ইতিমধ্যেই দাবি করেছে, এই ঘটনার জন্য দায়ী মালগাড়ির মৃত চালক। কিন্তু রাঙাপানি দুর্ঘটনায় কাগুজে অনুমতির তথ্য উঠে আসার পর কী সত্যি দায়ী করা যাচ্ছে মালগাড়ির চালককে ?
এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দু জনেই এই ঘটনার অভিঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যের তরফে জানানো হয়েছে, এদিনের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আট জন।