কাল হল ডিউটি বদল, রাঙাপানিতে নিহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কথা ছিল ছুটি কাটিয়ে তিনি ডি়উটি করবেন শতাব্দী এক্সপ্রেসে। কিন্তু সোমবার, শতাব্দী এক্সপ্রেস নয় তিনি ডিউটি ধরেছিলেন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু এদিন সকালের পর অন্ধকার নাম শিলিগুড়ির দে পরিবারে। এদিনের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন স্থানীয় সুকান্ত পল্লীর বাসিন্দা ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিসবাবুর দেহ ফিরল এলাকায়।

এদিনের দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন রাজ্যে আবগারি দফতরের এক অফিসারও। তিনি কালিম্পঙের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাণ হারিয়েছেন রেলের পার্সেল ভ্যানের এক কর্মীও। তিনি কলকাতার ফুলবাগানের বাসিন্দা। এছাড়াও এদিনের দুর্ঘটনায় রেলের দাবি, প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনায় প্রাণ হারিয়েছেন আট জন।

এদিকে, রাত আটটার কিছু আগে উত্তরবঙ্গের ওই লাইনে পরিষেবার কাজ শুরু হয়েছে। ধ্বংসস্তুপ সরিয়ে পরিষেবার কাজ শুরু করেছে রেল।

error: Content is protected !!