📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় চূড়ান্ত ব্যর্থ কেন্দ্র। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে এই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে তাঁর প্রশ্ন, কেন অটো সিগন্যাল থাকার পরেও ম্যানুয়াল মেমো নিয়ে ছুটতে হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ? তাঁর অভিযোগ, কেন্দ্রের ভুল নীতির জন্যই আজ শ্রীহীন হয়ে পড়েছে ভারতীয় রেল। পঙ্গু করে দেওয়া হচ্ছে রেলের নিরাপত্তাকে।
আহতদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, একজন বাদে বাকিদের সবার অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে বর্ধমান, পাথরপ্রতিমার বাসিন্দারা রয়েছেন। তাঁদের বাড়ি ফেরানোর দায়িত্ব রাজ্যের বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাঙাপানির ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। যদিও রেল দাবি করেছে মৃতের সংখ্যা নয়।
দুর্ঘটনায় আহতদের দেখতে বিকেলেই উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে উত্তরবঙ্গের বিমান পরিষেবা নিয়েও কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা খবর প্রথম আসে রাজ্যের কাছে। তিনি নিজে স্থানীয় বিধায়ক হামিদুর ইসলামকে ফোন করেন। ইদ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান বিধায়ক। এবং তাঁর নেতৃত্বে শুরু হয় উদ্ধারের কাজ।