আজ পালিত হচ্ছে ইদ-উল-আধা, দেশজুড়ে উৎসবের আমেজ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আধা। এই ইদ ঈশ্বরকে উৎসর্গ করার উৎসব। ইসলাম বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছরের শেষ মাসে এই ইদ পালন করা হয়।

এদিন সকাল থেকেই মসজিদে ভিড় জমান ইসলাম ধর্মাবলম্বীরা। নামাজ সেরে প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর খাবার সহ উপহার সামগ্রীও বিনিময় করেন প্রিয়জনদের মধ্যে।

গোটা দেশেই রবিবার রাত থেকে সাজো সাজো রব। বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রঙের আলোয়। পছন্দের পোশাক কিনতেও বিভিন্ন দোকানে ভিড় দেখা গেছে।

error: Content is protected !!