📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৫ সালে কলকাতায় তৈরি হয় – মা ফিরে এলো – দুর্গা মিউজিয়াম। লক্ষ্য ছিল কলকাতার বিখ্যাত পুজোর, দুর্গা মূর্তি গুলিকে সংরক্ষণ করা হবে এই মিউজিয়ামে।
তবে কয়েকদিন ধরেই নেট পাড়ায় কিছু ছবি ভাইরাল হয় – সেখানে দেখা যায় শিল্পী সনাতন দিন্দা, অদিতি চক্রবর্তী সহ বিখ্যাত শিল্পীদের তৈরি, দুর্গা মূর্তি গুলি অবহেলায় পড়ে আছে। গজিয়ে উঠেছে আগাছা, দিনের পর দিন জল পরে নষ্ট হচ্ছে দুর্গা প্রতিমা গুলি। এই ছবি ভাইরাল হতেই, এই অবস্থার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হন দুর্গা পুজোর সাথে যুক্ত বিভিন্ন ক্লাব ও শিল্পীরা। তাদের একটাই কথা – এটাই কি সংরক্ষণের নমুনা ? এসবের থেকে যথাসময়ে মায়ের বিসর্জনেই শ্রেয়। এই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিউয়ারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন – বাংলার মানুষের আবেগ -কে মর্যাদা দিয়ে, রাজ্য সরকারের অবিলম্বে, এই মিউজিয়ামের সংস্কার করা উচিত।