এই ব্রাজিল জঘন্য, কে বললেন এই ক্ষোভের কথা ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কোপায় ব্রাজিলের কোনও সম্ভাবনা নেই। এমনকী, ভবিষ্যতেও এই ব্রাজিল দল থেকে অনুপ্রেরণা নেওয়ার কিছু নেই। আমেরিকায় কোপা শুরুর আগে নিজের দেশের জাতীয় দলকে এভাবেই বিদ্রুপ করলেন রোনাল্ডিনহো। এক বার্তায় এবারের কোপায় ব্রাজিলকে বয়কটের ডাক দিয়েছেন তিনি। কোপা খেলতে নামার আগে দেশের প্রাক্তন তারকাকে জবাব ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের অধিনায়ক রাফিনহা।

২৫ জুন ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় কোস্টারিকার বিরুদ্ধে কোপায় অভিযান শুরু করছে ব্রাজিল। তার আগে নিজের সোশাল মিডিয়া এবারের ব্রাজিল দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রোনাল্ডিনহো। অভিযোগ করেছেন, ব্রাজিলের ফুটবল যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এটা খারাপ মুহূর্ত। ম্যাচ দেখার জন্য কোনও অনুপ্রেরণাই তিনি খুঁজে পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে এই ব্রাজিল দলকে সবচেয়ে জঘন্য বলেই উল্লেখ করেছেন।

বিশ্বজয়ীর মতে, এই ব্রাজিল দলে এমন কোনও নেতা নেই, যাঁকে সমীহ করা যায়। বেশির ভাগ ফুটবলারকেই গড়পড়তা মনে হয়েছে রোনাল্ডিনহোর। এবং এত খারাপ ব্রাজিল দল তিনি আগে কখনও দেখেননি বলেও দাবি করেছেন।

error: Content is protected !!