📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেশ কয়েকদিন ধরে সোনার দর ঊর্ধ্বমুখী । তবে সপ্তাহ শেষে মিলল স্বস্তির খবর । রবিবার সোনার দামে কোনও নড়চড় নেই । রুপোর দরও অপরিবর্তিত রয়েছে ।গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, রবিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দামে কোনও পরিবর্তন নেই । শনিবারের মতোই সোনার দর রয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা । ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দামও ৭২ হাজার ৫৫০ টাকাই রয়েছে । শনিবারের মতো রবিবারও রুপোর দর একই রয়েছে । এক কেজি রুপোর বাটের দাম ৯১ হাজার টাকাই রয়ে গিয়েছে ।
শনিবার দাম বাড়লেও রবিতে স্বস্তি, কত হল সোনা-রুপো ?
