📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার ভরদুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিটি রোডে । এবার ঘটনার তদন্তের নেমে নতুন তথ্য হাতে পেল পুলিশ । ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় উঠে এল বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং-এর গ্যাং -এর নাম । বর্তমানে সে বেউর জেলে বন্দী । অজয় মণ্ডলকে ফোন করে ৫০ লাখ টাকা তোলা চেয়েছিল বলে অভিযোগ । ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে তাঁর কাছে সুবোধের হুমকি ফোন আসছে । ঘটনার তিনদিন আগেও ফোন এসেছিল, কিন্তু তা এড়িয়ে গিয়েছিলেন অজয়বাবু । তারপরেই শনিবার তাঁর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে ।
গল্পের এখানেই শেষ নয় । শনিবারের ঘটনার এক ঘণ্টার মধ্যেই ফের সুবোধ সিং-এর ফোন আসে অজয় মণ্ডলের ফোনে । সেইসময় থানাতেই ছিলেন ওই ব্যবসায়ী । ফোন তুলতেই ফোনের ওপার থেকে সেই হুমকির সুর । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এবার কোনও রকমে অজয়বাবু বেঁচে গেলেও, পরের বার যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন তিনি । পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনই ব্যারাকপুরের আরও এক প্রোমোটারকে ফোন করে অজয়বাবুর ঘটনা উল্লেখ করে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ।