📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন ইউরো। নতুন যুদ্ধ। আর সেটা মনে করেই রবিবার মেগা এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করছেন ডাচরা। এই সেই জার্মানি, যেখানে ১৯৮৮ সালে বাস্তেনের স্বপ্নের গোলে রাশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রুড গুলিটের নেদারল্যান্ডস। এবার সেই স্বপ্নকে ফের সফল করতে চায় ডাচ দল। কারণ, দীর্ঘ ট্রফি আর সহ্য হচ্ছে না ডাচদের।
উল্টোদিকে, গ্রুপের প্রথম ম্যাচে একটু ধাক্কা খেতে হচ্ছে পোল্যান্ডকে। চোটের কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবেন রবার্ট লেভানডস্কি। যা খানিকটা চিন্তায় রেখেছে পোলিশ কোচ মিচেল পোরাবিৎজকে। তবে তিনি জানিয়েছেন, লেভানডস্কি ছাড়াও তাঁর দলে নেদারল্যান্ডসকে বেগ দেওয়ার রসদ রয়েছে।
শেষ পাঁচটি ম্যাচ অপরাজিত থেকেই এবার ইউরো অভিযান শুরু করবে পোল্যান্ড। উল্টোদিকে শেষ ১২টি ম্যাচে কোনও ড্র নেই নেদারল্যান্ডসের। ছটি তারা জিতেছে, ছটি তারা হেরেছে। টাচ ফুটবল নাকি পাওয়া গেম, এবার ইউরো জিততে কোনটা পছন্দ ডাচ কোচ কোম্যানের ? ছোট উত্তর, মাঠেই দেখা যাবে।