তাপপ্রবাহ থেকে মুক্তি! রবির সন্ধে থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতায় কবে?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে! তাপপ্রবাহ থেকে মুক্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ড থেকে মেঘপুঞ্জ ঢুকছে বাংলায়। শনিবার বিক্ষিপ্তভাবে দুই মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার সন্ধেতে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের আগে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে তা পুরোদমে শুরু হতে পারে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে।