📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অভিষেকের পেটে একটি ছোট অস্ত্রোপচার হবে। চিকিৎসকদের পরিভাষায়, ‘মাইনর অপারেশন’।
চিকিৎসকের পরামর্শে এদিন সকালেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। এটি একটি ছোট অস্ত্রোপচার। অপারেশনের পর রবিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সবটাই নির্ভর করছে অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থার ওপর।
প্রসঙ্গত, গত বুধবার টুইট করে অভিষেক নিজেই জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। তবে কীসের চিকিৎসা তা স্পষ্ট করে উল্লেখ করা ছিল না টুইটে। দলের অনেকেই মনে করেছিলেন, চোখের সমস্যার জন্য হয়তো বাইরে যাবেন তিনি। কারণ, অভিষেকের চোখের সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। কখনও হায়দরাবাদ, কখনও সিঙ্গাপুর কখনও বা আমেরিকায় গিয়েছেন অস্ত্রোপচার বা ফলো-আপ চিকিৎসার জন্য।
অবশেষে রবিবার জানা গেল, চোখ নয়, পেটের ছোট একটি অস্ত্রোপচারের জন্য সাংগঠনিক কাজ থেকে ‘সাময়িক বিরতি’ নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।