দলের মধ্যে থাকা দুশমনদের আর রেয়াত নয়, খয়রাশোলে হুঁশিয়ারি শতাব্দীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দলের শক্র বিভীষণদের আর রেয়াত করা হবে না। শনিবার বীরভূমের দুবরাজপুরের খয়লাশোলে এক সভা থেকে এই হুঁশিয়ারি সাংসদ শতাব্দী রায়ের। তৃণমূলের সভা থেকেই তিনি জানিয়েছেন, এতদিন এই বিষয়ে পদক্ষেপ করা হয়নি। কিন্তু এবার করা হবে। রাজনৈতিক মহলের মতে, এদিন শতাব্দীর গলাতে অভিষেকের সুরই শোনা গেল।

সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে প্রায় ২ লক্ষ মার্জিনে জিতে চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়। কিন্তু গণনা পরবর্তী হিসাব বলছে এবারও সাত বিধানসভার মধ্যে দুবরাজপুরে ভাল ফল করেছে বিজেপি। তিন বছর আগে এই বিধানসভায় জিতেছিল পদ্ম শিবির। এবারও সেখানে তাদের লিড ছিল।

এদিনের সভায় শতাব্দীর বার্তা, দলে থেকে যাঁরা অন্যদের ভোট দিয়ে সাহায্য করেছেন, তাঁদের এবার তাড়ানো হবে। খয়রাশোলে প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে অঞ্চল সভাপতিদের গোষ্ঠী কোন্দলের কথা কারোর অজানা নয়। একাধিকবার তৃণমূল নেতৃত্ব সেই কোন্দল মেটানোর বার্তা দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। তৈরি করা হয় কোর কমিটি।

error: Content is protected !!