📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাম-কংগ্রেস জোটে ফের ফাটল। লোকসভা ভোটের ‘টানাপড়েন’ বজায় রইল বিধানসভার উপনির্বাচনেও। লোকসভা ভোটে রাজ্যের দু’টি আসনে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের ‘ঐক্য’ হয়নি। তার পরেই এসে পড়েছে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেখানে পূর্ণাঙ্গ জোট হয় কিনা, সেদিকে নজর ছিল। শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়, ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের মধ্যে দু’টিতে প্রার্থী দেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং উত্তর ২৪ পরগনার বাগদা।
শুক্রবার বামফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ বিধানসভা আসনটি ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। জানানো হয়েছিল, কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে। উত্তর ২৪ পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেসের বাগদায় লড়ার করার কথা জানানো ‘তাৎপর্যপূর্ণ’। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের এই ঘোষণা নতুন করে বাম-কংগ্রেস সমঝোতার ‘ভবিষ্যৎ’ নিয়ে জল্পনা তৈরি করতে পারে।