ভোট পরবর্তী রাজনৈতিক’ হিংসা’ বাংলাতে চার সাংসদের দল বিজেপির, আহ্বায়ক ত্রিপুরার বিপ্লব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশে ‘শান্তিপূর্ণ’ লোকসভা ভোটে অশান্তি হয়েছে শুধু পশ্চিমবঙ্গে। এমনই অভিযোগ বিজেপির। লোকসভা ভোটের ফল প্রকাশের ১১ দিন পরে রাজ্যের পরিস্থিতি দেখতে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে পদ্ম নেতৃত্ব। এক প্রেস বিবৃতি দিয়ে বিজেপি জানিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের কমিটি গঠন করেছেন। তাঁরাই বাংলায় গিয়ে হিংসার কারণ অনুসন্ধান করবেন।

শনিবার জারি করা ওই প্রেস বিবৃতিতে সই রয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের। তাতে বলা হয়েছে, ওই কমিটিতে থাকছেন বিজেপির চার সাংসদ প্রতিনিধি। এঁরা হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব। তিনিই ওই কমিটির আহ্বায়ক। এ ছাড়া থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার। প্রসঙ্গত, লোকসভা ভোট শেষ হতেই রাজ্যের নানা জেলা থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এর মধ্যে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে বিজেপির উপর অত্যাচারের অভিযোগ এসেছে।

error: Content is protected !!