📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলা মোড়ে শুটআউট। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে টানা আট রাউন্ড গুলি। চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল বলে অভিযোগ। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ।
ব্যারাকপুরের বাসিন্দা অজয় মণ্ডল পেশায় মোটরগাড়ি ব্যবসায়ী। শনিবার দুপুরে তিনি বেলঘরিয়ার কাছে নিজের গাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁর গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। প্রকাশ্য রাস্তাতেই এই ঘটনা ঘটে। এর ফলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রাণের ভয়ে পথচারীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়।
দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। তারা মোট ৩ জন ছিল। মুখ ঢাকা ছিল। কী কারণে ব্যবসায়ীর উপর এই ধরনের হামলার ঘটনা, তা স্পষ্ট নয়। পুলিশের অনুমান, টাকা সংক্রান্ত গোলমাল এর নেপথ্যে থাকতে পারে। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, তাঁকে গত কয়েক দিন ধরে কয়েক জন বার বার ফোন করছিলেন। তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল বলেও অভিযোগ। গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর গাড়িতে অন্তত পাঁচটি বুলেটের চিহ্ন মিলেছে। এ প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘‘দু’জন বাইকে করে এসে সরাসরি অজয় মণ্ডলের গাড়ি লক্ষ করে গুলি করে। মোট কত রাউন্ড গুলি চলেছে, তা এই মুহূর্তে জানা নেই। তবে ওই ব্যবসায়ীর গাড়িতে পাঁচ রাউন্ড বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’