📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোট শেষের পর জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। একাধিক এলাকায় বিরোধী রাজনৈতিক দলগুলির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রাজ্যপাল CV আনন্দ বোস।
শুক্রবার রাজ্যপাল অভিযোগ করেন, ভোট মিটলেও বাংলায় অশান্তি কমেনি। যাঁরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত নয় তাঁদেরকেও বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। বাংলায় গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে। এর পাশাপাশি তাঁর আরও অভিযোগ, রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ।
পুরো ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। যদিও রাজ্যপালের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নাম না করে তিনি বলেন, “উনি বরং রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে মন দিয়ে রাজনীতি করুন।”