📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদা উত্তর শাখায়। দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে যান্ত্রিক কাজ করা হবে। আর সেকারণেই বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও পাওয়ার ব্লক করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, দমদম থেকে বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। এবং দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে আপ ও ডাউন লাইনে কাজ চলবে। সেকারণে শনিবার রাত প্রায় সাড়ে ১১টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
জানা গিয়েছে,শনিবার শিয়ালদহ ডানকুনি শাখায় আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২ লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও রবিবার ওই লাইনের আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল বাতিল করা হয়েছে।
এর পাশাপাশি শনিবার বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনেরও গতিপথ বাতিল করা হয়েছে। কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস শনিবার দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে গন্তব্যে পৌঁছবে।