ভয়াবহ পরিস্থিতি সিকিমে, রাস্তার উপর দিয়ে বইছে তিস্তার জল, আটকে প্রচুর পর্যটক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভয়াবহ পরিস্থিতি সিকিমে। কয়েকদিনের প্রবল বর্ষণে জলস্তর বেড়েছে তিস্তা নদীতে। দার্জিলিং থেকে তিনচুল, লামাহাটা তাকদা যওয়ার রাস্তার অধিকাংশ এলাকা তিস্তার জলে ভেসে গিয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নর্থ সিকিম সহ একাধিক জায়গায় আটকে কয়েক হাজার পর্যটক। কালিম্পং প্রায় বিচ্ছিন্ন।

শুক্রবার সকাল থেকেই নর্থ ও সাউথ সিকিমের বিভিন্ন এলাকায় ধসের নেমেছিল। যার কারণে লিঙ্গসে, পাইয়ংয়ের বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ। এই পরিস্থিতিতে স্যাটেলাইটের মাধ্যমে সিকিমের প্রত্যন্ত এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে।

error: Content is protected !!