দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা! কবে কমবে দাবদাহ, অবশেষে জানাল আবহাওয়া দফতর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকছে। অবশেষে স্বস্তির খবর শোনা গেল। শুক্রবার বিকেলের বুলেটিনে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪-৫ দিনের মধ্যেই বঙ্গে বর্ষা আসছে। শনিবার থেকে তাপপ্রবাহও কমতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ৪-৫ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে অগ্রসর হতে পারে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ ও বিহারের কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। তার ফলে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

গত এপ্রিল থেকে রাজ্যে চলছে তাপপ্রবাহ। জুন মাসের মাঝামাঝি চলে এলেও বৃষ্টির কোনও দেখা নেই। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রির গণ্ডি পার করেছে। এই পরিস্থিতিতেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া অফিস। শনিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ বন্ধ হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বৃষ্টি শুরু হবে

error: Content is protected !!