বার্ড ফ্লু আতঙ্ক : মুরগির ডিম, মাংস খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই, জানাল স্বাস্থ্য দফতর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুরগির মাংস, ডিম খাওয়া যাবে। রাজ্যে এই নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের আবহে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিস মিলেছে। তার পরেই সক্রিয় স্বাস্থ্য দফতর। তাদের তরফে জানানো হয়েছে, কী ভাবে শিশুটি সংক্রামিত হয়েছে, তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা জানিয়েছেন, এ রাজ্যে মুরগির মাংস বা ডিম খাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।

মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস মিলেছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রামক প্রজাতির সংক্রমণ হয়েছে শিশুটির শরীরে। নিগম জানিয়েছেন, মালদহে আক্রান্ত শিশুটি এখন সুস্থ রয়েছে। রাজ্যের বিভিন্ন পোলট্রি খামারে নজরদারি চালাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। কোনও খামারে কোনও প্রাণীর মৃত্যু হয়নি। তাই রাজ্যে মুরগির ডিম বা মাংস খাওয়ায় কোনও বাধা নেই বলেই জানিয়েছেন স্বাস্থ্যসচিব।

error: Content is protected !!