📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাঁদের। যদিও শেষ পর্যন্ত রাজভবনের ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। শুভেন্দুর দাবি, পুলিশ তাঁদের বাধা দিয়েছে। সে কারণে দীর্ঘ সময় অপেক্ষার পরেও ফিরে যেতে বাধ্য হয়েছেন তাঁরা। শুভেন্দুর আরও দাবি, জরুরি অবস্থা যখন জারি ছিল দেশে, সেই সময়েও এ রকম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফ্যাসিবাদী রূপ’ প্রকাশ্যে এসেছে। শুভেন্দু দাবি করেছেন, এ নিয়ে শুক্রবারই তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছে রাজভবন।