বিধায়কের উদ্যোগ, জামাই ষষ্ঠীতে নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন সাংসদ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হুগলিতে ভোট প্রচারে তাঁকে দেখা গিয়েছিল হাতা-খুন্তি নিয়ে। বুধবারও তাঁকে আবার সেই মেজাজেই দেখা গেল। তবে এবার হুগলি নয়। স্থান ভবানীপুরের ৬২ পল্লীর পুজো প্রাঙ্গনে। জামাইষষ্ঠীর দিন নিজেকে জনসংযোগে ব্যস্ত রাখলেন সদ্য সাংসদ হওয়া তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কে ছিলেন জানেন ? তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। দু জনে মিলে পালন করলেন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান।

এদিন ৬২ পল্লীতে হাজির হয়েছিল ২৯ জন দম্পতি। এবার লোকসভার ভোটে রাজ্যে ২৯টি আসনে জিতেছে বাংলার শাসক দল। মদন মিত্র জানিয়েছেন, জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে তাই বেছে নেওয়া হয়েছিল ২৯ জোড়া। সামাজিক প্রেক্ষাপটে যাঁরা দুঃস্থ এমনই দম্পতিদের এদিন ডাকা হয়েছিল।

ইলিশ থেকে চিংড়ি, নিজের হাতে পরিবেশন করে ওই দম্পতিদের খাওয়ালেন বাংলার দিদি নম্বর ওয়ান। আর প্রশংসা করলেন বিধায়ক মদন মিত্রের। কারণ এই অনুষ্ঠানের তিনি মূল উদ্যোক্তা। রচনা জানিয়েছেন, সারা বছর মদন মিত্র এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করেন বলেই তিনি এত জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *