📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে নিজেই একথা জানিয়েছেন তিনি। চিকিৎসার জন্যই সাময়িক বিরতির ঘোষণা করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছেন, এই ছুটিতে জনগনের সুবিধা-অসুবিধার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তবে রাজ্য সরকার বাংলার মানুষের স্বার্থে সমস্ত কাজ জারি রাখবে বলেও আশাবাদী তিনি। যদিও কবে থেকে তিনি বিরতি নেবেন তা অভিষেকের পোস্টে উল্লেখ নেই।
গতবছর এই সময়েই তৃণমূলের নবজোয়ার যাত্রায় অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩৫টি জনসভা করার পাশাপাশি প্রত্যন্ত গ্রামে গিয়েও রাত্রিবাস করেছিলেন। কাকে প্রার্থী করলে মানুষ সমর্থন করবে তাও ভোটের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এর আগেও চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। সেইসময় রাজনৈতিকভাবে কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তিনি। তবে এবারও তিনি বিদেশ যাবেন কিনা তা জানা যায়নি।