নবান্নের অর্থ ও স্বরাষ্ট্র দফতরে মোবাইল নিয়ে ঢোকা বারণ হল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত দু’বছর ধরে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে কী কী পোস্ট হয়েছে, তা খেয়াল করলেই বোঝা যাবে, সরকারের বহু সিদ্ধান্ত, ফাইল নোটিং ইত্যাদি তাঁর কাছে পৌঁছে যাচ্ছে। শুভেন্দু নিজেই দাবি করেন, নবান্ন থেকে কালীঘাট—সর্বত্র তাঁর লোক আছে। তাঁরা খবর দেন।

মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে এ নিয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী মুখে আনেননি। কিন্তু তাঁর মেজাজ মোদ্দা এই ছিল যে—খবর কে দেয়? এ ব্যাপারে এদিনের বৈঠকে যা যা ঘটেছে তা রোমহর্ষক বইকি।

এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী গোড়া থেকেই কড়া মেজাজে ছিলেন। অনেকে মনে করেন তার কারণও রয়েছে। লোকসভা ভোটে বাংলায় ২৯টি আসনে জিতেছে তৃণমূল। নিন্দকদের ঘরে ঢুকিয়ে দিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ। উত্তরবঙ্গেও গতবারের তুলনায় ফল ভাল। একুশ সালে তৃতীয় বার বাংলায় সরকার গঠনের পর এখন ঠিক মধ্য মেয়াদ চলছে। এতদিন একটানা সরকার চালানোর পর এই ভোটে অন্তত প্রতিষ্ঠানের পক্ষে ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন এই ধারা অব্যাহত রাখতে। কেননা এই ভোটে বিজেপির মাজা ভেঙে গেছে। কংগ্রেস ও সিপিএমও আগের তুলনায় দুর্বল। ফলে নতুন করে প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান যাতে তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট তিনি।