📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে পারেন কলকাতাবাসী। এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরের দিকে গরম থাকলেও বিকেল থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার বিকালে বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে এমনটা নিশ্চয়তা দেননি আবহাওয়াবিদরা। বুধবার সকাল থেকে অস্বস্তিকর গরম থাকবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তবে শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে।