📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিভাজনের প্রায় এক দশক পর নিজস্ব রাজধানী পেতে চলেছে অন্ধ্রপ্রদেশ। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ী হয়েছে তেলুগু দেশম পার্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে চলেছেন TDP প্রধান চন্দ্রবাবু নায়ডু। আর শপথগ্রহণের এক আগেই রাজ্য়ের স্থায়ী রাজধানী নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন।
বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চন্দ্রবাবু। মঙ্গলবার তিনি জানালেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী। দু’টি বা তিনটি নয়, বরং অমরাবতী রাজ্যের একমাত্র রাজধানী হবে বলে জানালেন তিনি। বিশাখাপত্তনমকে রাজ্যের অর্থনৈতিক ভরকেন্দ্র এবং অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন চন্দ্রবাবু।
সংবাদমাধ্যমে চন্দ্রবাবু বলেন, “অমরাবতী আমাদের রাজধানী হবে। আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, প্রতিহিংসামূলক রাজনীতিতে নয়। বিশাখাপত্তনম দেশের বাণিজ্যকেন্দ্র হবে। তিন-তিনটি রাজধানীর নামে মানুষের আবেগের সঙ্গে ছিনিমিনি খেলব না আমরা। বিশাখাপত্তনমের মানুষ রায় দিয়েছেন। আমরা সেই রায় কার্যকর করতে সচেষ্ট হব।”

