📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট মিটতেই বড় সুখবর । মে মাস নয়, এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা । লোকসভা ভোটের প্রচারের সময়ই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ মিলবে । জুলাই মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাবেন সরকারী কর্মীরা ।
একই বছরে দু’বার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার । প্রথমে চলতি বছরের শুরুতেই ডিএ বাড়ানো হয় । আবার বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় । রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ১৪ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন বলে খবর ।
মুখ্যমন্ত্রী বলেন,’আপনাদের ১ মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। টাকা পাবেন ১ জুন। আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। সেই প্রতিশ্রুতি এবার কার্যকর হতে চলেছে ।