📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইপিএলে ধাঁচে সিএবি পরিচালিত বেঙ্গল প্রিমিয়ার টি ২০ লিগের টুর্নামেন্টে টসের মুদ্রায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থাকছে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজকদের তরফে। সোমবার ইডেনে এক অনুষ্ঠানে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী হাজির ছিলেন। ওই অনুষ্ঠানেই সৌরভের মুখের ওই সোনার মুদ্রা প্রদর্শন করা হয়।সৌরভকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। তিনিই বাংলা ক্রিকেটের সেরা আইকন। সৌরভ এ মুহূর্তে ছুটি কাটাতে বিদেশে রয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতিতে তাঁর দাদার হাত ধরে মহারাজের মুদ্রা প্রকাশ পেয়েছে। সোমবার সিএবি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১২ জুন প্রো লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ইডেনে হাজির থাকবেন টলিউড অভিনেতা জিৎ, নায়িকা রুক্সিনী ও বলিউডের দিবা নুসরতরা।
বেঙ্গল প্রিমিয়ার লিগের পুরুষ দলের মুখ হয়েছেন সৌরভ, আর মহিলাদের দলের আইকন ঝুলন গোস্বামী। মোট ৮টি দলকে নিয়ে টুর্নামেন্ট হবে। নিলামের মাধ্যমে ক্রিকেটার বাছাই করা হয়েছে। প্রতিটি দলে জেলার ক্রিকেটার ছাড়াও রয়েছে অনূর্ধ্ব ১৯-র একটি ক্রিকেটার। প্রতি দলে মার্কি তারকা থাকবেন। প্রসঙ্গত, ১২ জুন থেকে টুর্নামেন্ট শুরু হবে, ফাইনাল ২৮ জু