📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শ্যুটিং করতে গিয়ে বিপত্তি। গুরুতর আহত হলেন প্রবীণ অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় । ক্ষতস্থানে স্টিচ করতে হয়েছে তাঁর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার শ্যুটিংয়ে বিপদ। ভেঙে পড়ল শ্যুটিংয়ের সেট। সেই থেকে কাচের টুকরো বিঁধে আহত হলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। গায়ে এবং পায়ের ক্ষতস্থানে স্টিচ হয়েছে তাঁর। হাসপাতালে চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির প্রথম দিনের শ্যুটিংয়ে এই ঘটনা ঘটে সোমবার।
সংবাদমাধ্যমকে তিনি জানান, ভাঙা কাচে গাল, মুখ ও শরীরের নানা জায়গায় ক্ষত হয়েছে। ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। বাবার আহত হওয়ার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন আবির । তিনিই হাসপাতালে নিয়ে যান।পরিবারের সদস্যরা চেয়েছিলেন বাড়িতে একটু বিশ্রামে থাকুন ফাল্গুনী চট্টোপাধ্যায়। চিকিৎসকও নাকি সেই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিনেতা নিজের কর্তব্য অবিচল। জানিয়ে দিয়েছিলেন, মঙ্গলবারও যথা সময়ে ফ্লোরে পৌঁছে যাবেন।