ভোট শেষ, কাজে গতি আনতে মঙ্গলেই নবান্নে প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের কারণে বন্ধ ছিল প্রশাসনিক কাজ । আদর্শ আচরণবিধির জন্য সরকারি কাজ সব থমকে ছিল । ভোট মিটতেই প্রশাসনিক কাজে গতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবারই নবান্নে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

মঙ্গলবারের বৈঠকে দফতরের মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন শীর্ষ পর্যায়ের আধিকারিকেরা । রাজ্যের কোন প্রকল্পের কাজ কী অবস্থায় রয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী তা জানতে চাইতে পারেন বলে নবান্ন সূত্রে খবর । এছাড়া, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে । একাধিক প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নবান্ন । কোন কোন ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে এদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *