পার্ক স্ট্রিটের অফিস পাড়ায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পার্ক স্ট্রিটে ভয়াবহ আগুন । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পার্ক সেন্টার নামে একটি বহুতলে আগুন লাগে । কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯ টি ইঞ্জিন ।

অ্যালেনপার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টার । জানা গিয়েছে, ওই বহুতলের উপরে একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে। অনুমান, ওই রেস্তরাঁতেই আগুন লেগেছে। রেস্তরাঁর উপরে অ্যাসবেস্টসের ছাদে আগুন ছড়িয়ে পড়েছে । ওই বহুতলে অনেক অফিস রয়েছে । আগুন লাগার খবর পেতেই হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে । রাস্তায় এসে দাঁড়িয়েছেন কর্মীরা । আশেপাশের বহুতল খালি করে দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *