বাংলাদেশ সাংসদ খুনে নয়া তথ্য, মৃতদেহের ছবি পাঠানো হয় দলেরই নেতার কাছে !

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, উঠে আসছে একের পর এক তথ্য । বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, আনওয়ারুল আজিমকে খুনের পর তাঁর নগ্ন ছবি পাঠানো হয় আওয়ামি লিগের নেতার কাছে । জানা গিয়েছে, ছবিটি পাঠিয়েছে খুনের ঘটনায় অভিযুক্ত শিমুল ভুঁইয়া । তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এমনই তথ্য হাতে পেয়েছে পুলিশ ।

শিমুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, আনোয়ারুল আজিমকে প্রথমে অচেতন করে তারপর বালিশ চাপা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় । তারপর পোশাক খুলে মৃতদেহের ছবি তুলে পাঠানো হয় ঝিনাইদহে আওয়ামি লিগের জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদের ফোনে । ছবি পাঠানোর কারণ কী ? ঢাকা পুলিশের অনুমান, খুনের বিষয়ে অবগত থাকতে পারেন সাংসদেরই দলের একাধিক নেতা । ইতিমধ্যেই এক নেতার নামও উঠে আসছে তদন্তে ।

দিন কয়েক আগেই বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করে নেপাল পুলিশ । এদিকে, এখনও খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ সাংসদ আনোয়ারুলের দেহ। দেহাংশের তল্লাশিতে সাহায্য নেওয়া হয়েছিল ভারতীয় নৌবাহিনীরও। ভাঙড়ের বাগজোলা খালে দেহাংশ ফেলা হয় বলে সন্দেহ সিআইডির। তাই বারবার ওই খালে তল্লাশি অভিযান চালায় রাজ্যের গোয়েন্দারা।

error: Content is protected !!