📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রানিগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হাড়হিম সিসিটিভি ফুটেজ। আসানসোলের রানিগঞ্জের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। প্রায় ৭ জনের দুষ্কৃতীর দল সেনকো গোল্ডের একটি আউটলেটে মুখ ঢাকা অবস্থায় ঢুকে, লুঠ চালায়। বেরোনোর সময় গুলিও চালাতে শুরু করে দুষ্কৃতীরা।
তবে একেবারে পার পেয়ে যায়নি দুষ্কৃতীরা। আরও একটি ভিডিয়োতে দেখা যায়, ল্যাম্পপোস্টের পিছন থেকে একজন গুলি চালাচ্ছেন। জানা গিয়েছে, জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি তিনি। মেঘনাদ মণ্ডল নামের ওই পুলিশ অফিসার ব্যক্তিগত কাজে এসেছিলেন। সোনার দোকানে ডাকাতির ঘটনার খবর পাওয়া মাত্র তিনি অকুস্থলে দাঁড়িয়ে ‘হিরো’র মতো প্রতিহত করার চেষ্টা করেন দুষ্কৃতীদের।