নিউটাউনে সোহম-কাণ্ডের পরেই বিধায়কদের নম্র হতে বার্তা অভিষেকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরে অভিযোগে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের। এই ঘটনায় দুঃখপ্রকাশ খোদ চন্ডীপুরের বিধায়কের। এই ঘটনায় এবার জনপ্রতিনিধিদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তাঁর বার্তা, মানুষের সঙ্গে আরও নম্র ও শোভন ব্যবহার করাই জয়ের দাবি। তৃণমূলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে তাঁর অনুরোধ, বাংলার মানুষ তৃণমূলের উপর যে আস্থা দেখিয়েছেন, তাকে মর্যাদা দিতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের কাছে দায়বদ্ধ, তাঁদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

নিউটাউনের ঘটনায় বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটুক্তির প্রতিবাদ করেছিলেন তিনি। এমনকী, তাঁকে এবং তাঁর দেহরক্ষীদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন সোহম। নিজের পোস্টে কোনও নাম উল্লেখ করেননি অভিষেক। তবে, ইঙ্গিত যে সোহমের দিতে তা কার্যত স্পষ্ট।

error: Content is protected !!