দিল্লির মসনদে শুরু Modi 3.0, রাইসিনায় শপথ নিলেন প্রধানমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রবিবার রাইসিনা হিলসে শপথ নিলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মূ্র্মূ তাঁকে শপথবাক্য পাঠ করান। এদিন কুর্তা-পায়জামার সঙ্গে নীল মোদী শুটে রাইসিনায় হাজির হন তিনি। এর আগে দুপুরে নিজ বাসভবনে তাঁর নতুন ক্যাবিনেট নিয়ে বৈঠক করেন তিনি। বারাণসী কেন্দ্র থেকে তৃতীয়বার লোকসভা ভোটে দিতে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর শপথের পরেই রাইসিনা জুড়ে ওঠে মোদীর নামে স্লোগান|

এদিন রাইসিনায় নতুন এনডিএ সরকারের শপথ অনুষ্ঠানে চমক বিজেপি সভাপতি জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহানের মতো নাম। মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। প্রতিমন্ত্রী হিসাবে বাংলা থেকে শপথ নিলেই বঙ্গ বিজেপির সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গেই শপথ নিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে এদিন রাইসিনায় ছিল চাঁদের হাট। যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছিলেন অক্ষয় কুমার, মুকেশ আম্বানির মতো ব্যক্তিরা। এছাড়াও হাজির ছিলেন সাত দেশের রাষ্ট্রপ্রধানরা।

error: Content is protected !!